দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং ব্যাটিংয়ে নজর কাড়া হাবিবুর রহমান সোহান এবার আন্তর্জাতিক অঙ্গনের দ্বারপ্রান্তেও নিজের সক্ষমতার জানান দিলেন। রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে তিনি খেললেন বিধ্বংসী ইনিংস- মাত্র ৩৫ বলে সেঞ্চুরি, যা বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। তার তাণ্ডবে ৫৪ বল হাতে রেখে বাংলাদেশ ‘এ’ দল জিতেছে ৮ উইকেটে।
দোহায় টস হেরে ব্যাট করতে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৭ রান। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী থাকে বাংলাদেশ। মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ‘এ’ দল।
উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার—সোহান ও জিশান আলম। বিশেষ করে সোহান শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে হংকংয়ের বোলাররা দিশেহারা হয়ে পড়েন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ১০৭ রান, যেখানে মাত্র ১৪ বলে ফিফটি করেন সোহান।
সপ্তম ওভারে জিশান ২০ রানে আউট হয়ে সাজঘরে ফেরায় ভাঙে ১১১ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ব্যর্থ হন তরুণ জাওয়াদ আবরার। অনূর্ধ্ব–১৯ দলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘এ’ দলে সুযোগ পেলেও প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি তিনি।
১২২ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বাকিটা পথ সোহান ও আকবর আলি মিলে সহজেই পাড়ি দেন। ১৪ বলে ফিফটির পর সোহান ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন—দেশের স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি দ্রুততম, যা এর আগে ছিল পারভেজ হোসেন ইমনের (৪২ বলে) দখলে।
আরেক প্রান্তে টর্নেডো বইয়ে দেন আকবর আলি। ১১তম ওভারে ৫ বলে টানা ছক্কা হাঁকিয়ে তৈরি করেন ঝড়। শেষ পর্যন্ত ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি।
সোহানের বিধ্বংসী সেঞ্চুরি আর আকবরের ঝড়ো ইনিংসে ভর করে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে