Views Bangladesh Logo

ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে: তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, এখনই ঐক্য গড়ে না তোলা হলে গোপন ফ্যাসিবাদের আবির্ভাব হতে পারে। জাতি গঠনেও ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

‘দেশজুড়ে বিএনপির নেতা ও কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সব গণতন্ত্রপন্থি শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে’- বলেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘আগামী দিনে দেশে গোপন স্বৈরাচার দেখা দিতে পারে। আমাদের জনগণকে এর হাত থেকে রক্ষা করতে হবে। বিভেদ ভুলে গিয়ে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশ গড়তে হবে, এর বিকল্প নেই। এটিই হোক আমাদের অঙ্গীকার, এটিই হোক আমাদের শপথ’।

তিনি বলেন, ‘জনগণই সব ক্ষমতার উৎস। অবশ্যই তাদেরকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেমন চায়, তেমন কাজ করতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ এবং তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য হলো, বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যেখানেই থাকুক, বিএনপি সেখানেই দাঁড়িয়ে আছে’।

দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দেশ আমাদের ঘর। ১৬ বছর ধরে ডাকাতেরা এই ঘর লুট করেছে। এখন এটির পুনর্নির্মাণ করতে হবে। জাতি গঠনের আসল শক্তি হলো জনগণ। দুই-তিনজনের দল গড়ে তাদের কাছে যেতে হবে, তাদের দরজায় কড়া নাড়তে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তাদের কাছে উপস্থাপন করতে হবে, কীভাবে আমরা জাতি গড়ে তুলব, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করব এবং উন্নয়ন আনব।’

বিএনপির সংগ্রামের কথা উল্লেখ করে তারেক বলেন, ‘গত ১৬ বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের নেতাকর্মীরা জোরপূর্বক গুম ও হত্যার শিকার হয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন। স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের কাজ হলো, দেশকে গড়ে তোলা এবং পুনর্গঠন করা। জনগণের আকাঙ্ক্ষা অনুসারে দেশ পুনর্গঠনে ঐক্য অপরিহার্য।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ