ফ্যাসিবাদ সম্পূর্ণ নিশ্চিহ্ন করলেই চুড়ান্ত হবে মুক্তি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়া যাবে। তিনি বলেন, 'আমরা একটা ভয়ংকর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি।
এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব।' শুক্রবার রাজধানীর উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'যারা লুটপাট করে, ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়; তাদের সঙ্গে কোনো রকম আপস হবে না। তাদের আমরা কখনোই স্বীকার করব না এবং কোনোভাবে সামনে আসতে দেব না।' যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সংবাদকে ‘দেশের জন্য ভালো খবর’ অভিহিত করে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
মির্জা ফখরুল বলেন, '৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিল। তার মানে, ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা হতো। এ জটিলতা নিরসনে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন।' সংস্কার নিয়ে তিনি বলেন, 'ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে। আমরা আশা করছি, দুয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসবে।'
মির্জা ফখরুল বলেন, 'লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই।' এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান অতিদ্রুত দেশে এসে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে