Views Bangladesh Logo

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

 VB  Desk

ভিবি ডেস্ক

ণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। দলের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে অবস্থান করায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।

এর আগে ফারুক হাসান গণ অধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ