Views Bangladesh Logo

ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

সাংস্কৃতিক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার হয়।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ।

স্ট্যাটাসে তিশা লেখেন, ‘আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।’

ফারুকীর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ