অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন ফারুকী, রাতে হতে পারে অস্ত্রপচার
রাজধানীর স্কয়ার হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে জটিল একটি অস্ত্রোপচার করতে হতে পারে।
রোববার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উপদেষ্টার চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৩:৩০ মিনিটে বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। অস্ত্রোপচার জরুরি, এবং এটি রাতেই হতে পারে।’ ওই কর্মকর্তা আরও জানান, উপদেষ্টার আর কোনো জটিলতা নেই।
উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে