আসন পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে রেলপথ অবরোধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা আসন পুনর্গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন। আলগী ও হামিরদী ইউনিয়নকে পূর্বের আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
আলগী ইউনিয়নের বাসিন্দারা কাইডুবি সদর এলাকার ৮১ নম্বর গেটের কাছে রেললাইনে গাছের ডাল ফেলে অবরোধ করেন। এর ফলে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যশোরগামী জাহানাবাদ এক্সপ্রেস আটকে যায়। ঢাকা-খুলনা-বেনাপোল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় (প্রায় ২০ কিলোমিটার দূরে) আটকে আছে। একইভাবে সকাল ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ার কথা থাকা রূপসী বাংলা এক্সপ্রেসও স্থগিত রাখা হয়েছে।
স্টেশন মাস্টার সাকিবুর রহমান আখন্দ বলেন, 'অরাজকতা ঠেকাতে আমরা ২০ কিলোমিটার দূরে ট্রেন থামিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।'
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুল রহমান জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো ট্রেন চলতে দেওয়া হবে না।
সম্প্রতি নির্বাচন কমিশনের জারি করা গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ চলছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে। তবে তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিবাদকারীরা তিন দিনের কর্মসূচি শেষে অনির্দিষ্টকালের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেল ও সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে