শনিবার পর্যন্ত ভাঙ্গার আন্দোলনকারীদের সড়ক ও রেলপথ অবরোধ স্থগিত
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে চলা সড়ক ও রেলপথ অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী শনিবার পর্যন্ত এই অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনগণের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ হবে না। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, এই সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিক্ষোভকারীদেরকে হয়রানি করে তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আন্দোলনকারীরা আরও জানিয়েছে, আগামী রোববারের মধ্যে তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে আবারও লাগাতার আন্দোলন শুরু করা হবে।
গত ৪ সেপ্টেম্বর ৩০০টি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গার বাসিন্দারা বিভিন্ন কর্মসূচি শুরু করেন। দুই দিন আগে তারা তিন দিনের সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্দোলনটি আরও সহিংস রূপ নেয়। সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের অন্তত ছয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়, যার ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা এবং দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে যাত্রী, চালক এবং পণ্য পরিবহনের সঙ্গে জড়িতরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
সহিংসতার সময় বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ কার্যালয়, নির্বাচন কার্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হন। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১ হাজার ২০০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে