Views Bangladesh Logo

নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় তৃতীয় দফায় বিক্ষোভ-অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে উপজেলার সড়ক ও রেলপথ আটকে শুরু হয়েছে টানা তিনদিনের এই অবরোধ। ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্ট অবরোধ করে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার মধ্যে যান ও ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। দীর্ঘ অবরোধে যাতায়াতে বিলম্ব ও বিঘ্নসহ সড়কে যানজট ও এবং রেলপথে ট্রেনে আটকে থাকায় তীব্র দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ সমাবেশে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম সিদ্দিকসহ স্থানীয় নেতারা।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে এটি চলমান বিক্ষোভের তৃতীয় ধাপ। এর আগের দুই দফার বিক্ষোভেও যানবাহন ও রেল চলাচলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) আগের অবরোধে হস্তক্ষেপকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) স্থানীয় কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও আন্দোলন জোরদার করেছেন বিক্ষোভকারীরা।

চলমান বিক্ষোভে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।

এই চলমান অস্থিরতার সূত্রপাত ২০১৩ সালে ফরিদপুরের নির্বাচনী এলাকা পুনর্গঠনে। সেবার সীমানা পরিবর্তন করে ফরিদপুর জেলার একটি আসন কমানো হয়। ফরিদপুর-৫ আসন বিলুপ্ত করে এর অন্তর্ভূক্ত ভাঙ্গা উপজেলাকে ফরিদপুর-৪ আসনে স্থানান্তর করে নির্বাচন কমিশন। এবার উপজেলাটির দুটি ইউনিয়নের স্থানান্তর স্থানীয় রাজনৈতিক গতিশীলতাকে আরও প্রভাবিত করবে বলে মনে করছেন বাসিন্দারা। বলছেন, সীমানার বার বার পরিবর্তনে আগের মতোই এবারও বিক্ষুব্ধ তারা।

এমনকি ফরিদপুর-৫ আসন পুনর্বহালের দাবি জানিয়ে ওই আসনে আগের মতোই থাকতে চান বলেও জানান বিক্ষোভে যোগ দেয়া উপজেলার অন্য ইউনিয়নবাসীও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ