Views Bangladesh Logo

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি, আবারও আইসিইউতে ভর্তি

 VB  Desk

ভিবি ডেস্ক

খ্যাতনামা লালনসংগীত শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফরিদা পারভীন নিয়মিত ডায়ালাইসিস নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে দুইবার তিনি ডায়ালাইসিস করান। গত ২ সেপ্টেম্বর নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে ডায়ালাইসিসের পরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, ডায়ালাইসিসের পর শিল্পীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে, যার কারণে তাঁকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

শিল্পীর ছেলে ইমাম নোমানী গণমাধ্যমকে বলেন, 'আমি মাকে ডায়ালাইসিসের জন্য নিয়ে গিয়েছিলাম। পরে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।'

দীর্ঘদিন ধরেই একাধিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়ছেন ফরিদা পারভীন। কিডনির পাশাপাশি তিনি ফুসফুসের জটিলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যায়ও ভুগছেন।

গত মাসেও হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন কয়েক দিন তাঁকে নিবিড় চিকিৎসার মধ্যে থাকতে হয়েছিল। সাম্প্রতিক ভর্তি তাঁর চলমান শারীরিক লড়াইয়ে নতুন উদ্বেগ যোগ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ