Views Bangladesh Logo

ফরিদা পারভীনের অবস্থা সংকটাপন্ন, মেডিকেল বোর্ড গঠন

প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। দুই দিন আগে তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার ছেলে জানিয়েছেন, তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং পরিস্থিতি সংকটাপন্ন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে জানান, তার মায়ের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে।

তিনি বলেন, তার অবস্থা সংকটাপন্ন এবং পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

চিকিৎসকদের প্রতিবেদন অনুযায়ী, ফরিদা পারভীনের কিডনি ও মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি তার ফুসফুসেও জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়াও হার্টে অনিয়মিত হৃৎস্পন্দন এবং রক্তের সংক্রমণ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। বর্তমানে রক্তচাপ কম থাকায় তার ডায়ালাইসিস করা যাচ্ছে না।

এমতাবস্থায় এই লালন শিল্পীর সার্বক্ষণিক চিকিৎসার তদারকির জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর মেডিকেল টিম তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন এবং সপ্তাহে তাকে দুইবার ডায়ালাইসিস করাতে হতো। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ