Views Bangladesh Logo

ফরিদা পারভীনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, দাফন হবে কুষ্টিয়ায়

কিংবদন্তি লোকশিল্পী ফরিদা পারভীনকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। তৃতীয় নামাজে জানাজার পর তাকে দাফন করা হবে কুষ্টিয়ার পৌর কবরস্থানে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে বেলা বারটার দিকে ফরিদা পারভীনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, শিল্পী এবং সর্বস্তরের মানুষ।


বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়ার উদ্দেশে নেয়া হবে ‘লালন কন্যা’ নামে পরিচিত বরেণ্য এই শিল্পীকে।

ফরিদা পারভীনের স্বামী বিশিষ্ট বাঁশিবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম জানান, পৌর কবরস্থানে তার বাবা-মায়ের পাশে দাফনের আগে তৃতীয় ও শেষ নামাজে জানাজা হবে।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। ১৯৬৮ সালে সঙ্গীত জীবন শুরু করে পাঁচ দশকেরও বেশি সময় ধরে লালনের গানের প্রধান ব্যাখ্যাকার হয়ে ওঠেন তিনি। ‘খাচার ভেতর অচিন পাখি’ এবং ‘বাড়ির কাছে আরশিনগর’- এর মতো কালজয়ী পরিবেশনায় শ্রোতাদের মন জয় করেছিলেন ফরিদা পারভীন।  তবে ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবনের শুরু হয়েছিল নজরুল সংগীত দিয়ে। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। দেশাত্মবোধক গানের জন্যও তিনি জনপ্রিয় ছিলেন। সংগীতে অবদানের জন্য ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন।


শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ