Views Bangladesh Logo

সালমান শাহ হত্যার দ্রুত বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে তার ভক্তরা।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাস্টিস ফর সালমান শাহ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। এ সময় ভক্তরা স্লোগান দেন—‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’।

ভক্তরা অভিযোগ করেন, সালমান শাহ হত্যা মামলা দায়েরের ১০ দিন পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন দীর্ঘদিন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও বর্তমানে তারা পলাতক। 'যদি সালমান শাহ সত্যিই আত্মহত্যা করে থাকেন, তাহলে তারা কেন পালিয়ে গেলেন?'প্রশ্ন তোলেন তারা।

ভক্তরা আরও বলেন, জীবদ্দশায় অন্তত তিনবার হামলার শিকার হয়েছিলেন সালমান শাহ। এমনকি তিনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছিলেন। 'একজন সফল ও জনপ্রিয় মানুষ আত্মহত্যা করতে পারেন না; এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড,' বলেন তারা। তাদের অভিযোগ, 'রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া, কিন্তু এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে।'

মানববন্ধনে ভক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশজুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে তারা আমরণ অনশনেও যাবেন।

সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, 'আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন— প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে, এমনকি যুক্তরাষ্ট্রেও নিয়ে যাওয়া হবে। যতদিন হত্যাকারীরা আইনের আওতায় না আসে, ততদিন সালমান শাহর আত্মা শান্তি পাবে না।'

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, 'আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও এবার আমরা আশাবাদী সালমান শাহ হত্যার বিচার পাব। আমি অনুরোধ করছি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।'

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক পরও সেই মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় যুক্ত হয়েছে নতুন কিছু তথ্য ও সাক্ষ্য, যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু নিয়ে। ভক্তদের একটাই দাবি—প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ