Views Bangladesh Logo

বিয়েতে মাইক বাজানোয় পরিবারের সদস্যদের উপর বেত্রাঘাত ও জরিমানা

নোয়াখালীর হাতিয়ায় একটি অনানুষ্ঠানিক গ্রাম আদালতে (সালিশে) মধ্যযুগীয় বর্বরতার নজির স্থাপন করা হয়েছে। বিয়ে বাড়িতে সামান্য মাইক বাজানোর অভিযোগে কনে, তার মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বেত্রাঘাতের শিকার হয়েছেন। ক্ষমা চাওয়ার পরও পরিবারকে রেহাই দেওয়া হয়নি, বরং মোটা অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা দিতে না পারায় জামাতার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও আটকে রাখা হয়েছে।

ঘটনা ঘটে বুধবার দুপুরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। সালিশে উপস্থিত প্রভাবশালী কয়েকজনের সিদ্ধান্তে পরিবারের প্রত্যেক সদস্যকে ১৫টি করে বেত মারা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গরিব এবং মেয়ের বিয়েতে আনন্দ প্রকাশের উদ্দেশ্যে মাইক ব্যবহার করেছিলেন। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে এবং সালিশে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

স্থানীয়রা বলছেন, এ ধরনের সালিশ সম্পূর্ণরূপে বেআইনি। বাংলাদেশের আইন অনুযায়ী শুধুমাত্র আদালতই ফৌজদারি অপরাধের বিচার ও শাস্তি দিতে পারে। বিয়েতে মাইক বাজানোর কারণে এমন বর্বরতা চালানো শুধু ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।

সাগরিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক এসআই ফরহাদ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে আইনি ব্যবস্থা নিতে বলেছেন। কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ