Views Bangladesh Logo

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণহত্যায় শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে জড়ো হন। তাদের অবস্থানের কারণে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম গণমাধ্যমকে বলেন, এক বছর পরেও তারা বিচার পাননি এবং সরকার বিচারের নামে তামাশা করছে। তিনি অভিযোগ করেন, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে, অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দেন, জুলাই আহত ব্যক্তিরা আবার রাস্তায় নামলে তার পরিণাম ভালো হবে না। শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে, অথচ আজ তাদের আইন উপদেষ্টার পদত্যাগের জন্য রাস্তায় নামতে হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টার সঙ্গে একাধিকবার কথা হলেও তিনি শুধু সান্ত্বনা দিয়েছেন।

এর আগে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ