Views Bangladesh Logo

দুর্গোৎসবে শান্তি-সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

 VB  Desk

ভিবি ডেস্ক

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘মধ্যযুগীয় কাল থেকে বর্তমান সময় পর্যন্ত দুর্গাপূজা একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পালিত হয়ে আসছে। একইসঙ্গে এটি ধর্মীয় উপাসনার মূল বার্তাও বহন করে। ধর্মীয় উৎসব কেবল কোনও সাম্প্রদায়িক সীমারেখায় আবদ্ধ থাকে না—এটি মিলনের বৃত্ত অতিক্রম করে মানুষকে একত্রিত করে এবং আত্মাকে উদ্দীপ্ত করে।’

তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হলো শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এই উৎসবকে ঘিরে আমি সবার অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।’

ফখরুল উল্লেখ করেন, ‘শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু জনগোষ্ঠীর জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে। সুদীর্ঘকাল ধরে বাংলাদেশসহ সমগ্র বাংলাভাষী সমাজে এই উৎসব ঐশ্বর্যময় ঐতিহ্যে মহিমামণ্ডিত হয়ে পালিত হচ্ছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক। পৃথিবীর যেকোনো অঞ্চলের উৎসব মানুষের মধ্যে আনন্দ, শুভেচ্ছা ও মিলনের বার্তা নিয়ে আসে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘উৎসবের প্রাঙ্গণ প্রত্যেক মানুষের জন্য উন্মুক্ত এক মিলনক্ষেত্র। বাংলাদেশের মৃত্তিকা থেকে উৎসারিত ইতিহাস ও ঐতিহ্য ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে ধারণ করে। দুর্গাপূজার মূল বাণী হলো—অশুভের ওপর শুভের জয়। দেবী দুর্গা তাঁর মহিমাময় লক্ষ্য অর্জনে মন্দকে উপলব্ধি করেন এবং প্রতিহত করেন।’

শেষে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই বাংলাদেশি—এটিই আমাদের গর্ব এবং একমাত্র পরিচয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ