ঐক্যের আহ্বান জানালেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক জনসভায় জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে পিআর বোঝেন না এবং রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যকে বিভেদের ঊর্ধ্বে স্থান দিতে।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফখরুল বলেন, 'গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হতে পারে না। এসব দাবি তুলে এবং সমাবেশ করে কিছু গোষ্ঠী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে।'
তিনি বলেন, পিআর নিয়ে আলোচনা পার্লামেন্টেই হওয়া উচিত। 'যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে, তা জুলাই মাসের ইশতেহারে অন্তর্ভুক্ত হবে। আর বাকি বিষয়ে গণভোট হবে। দয়া করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসন করুন। আমি সহিংসতা চাই না, হিন্দু-মুসলিম বিভাজন চাই না। আমি চাই সবাই শান্তিতে একসঙ্গে বসবাস করুক,' বলেন তিনি।
বিএনপি নেতা আশ্বস্ত করেন যে, আগামী নির্বাচনে সকলের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সব ধর্মের অধিকার নিশ্চিত করে এবং প্রতিশোধ নয়, শান্তি চায়।
ফখরুল আরও বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন দেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখন সম্মিলিত অগ্রগতির সময় এসেছে। 'মানুষই তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে,' বলেন তিনি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব মোকাবেলায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে