গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর আহ্বান মির্জা ফখরুলের
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “একটা সুযোগ পেয়েছি, সেটি কাজে লাগাতে হবে। কেউ কিছু দেবে না, যদি আপনি নিজে না চান। নিজের অধিকার আদায়ে শক্তি প্রয়োগ করতে হবে।”
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে, তাদের সমাজে ও রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে—এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আপনাদের কেউ কিছু দেবে না, আপনাদের নিজের অধিকার জোরে বলতে হবে। নেতৃত্বে অগ্রণী ভূমিকা নিতে হবে। সবাই একত্রিত হোন, জাতীয়তাবাদের দর্শন প্রচার করুন—আপনারাই হবেন ভবিষ্যতের নেতা।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে