ইউনূসের সাথে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন মির্জা ফখরুল-তাহেরসহ চার নেতা
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে (ইউএনজিএ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে যাচ্ছেন চারজন রাজনৈতিক নেতা। তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
জাতিসংঘের ৮০তম এই অধিবেশন ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে রওনা হয়ে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ছাড়াও ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
প্রধান উপদেষ্টার এই সফরের বিস্তারিত জানাতে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিএনপি, জামায়াত ও এনসিপির চার নেতার বাংলাদেশ দলের প্রতিনিধি থাকার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘প্রতিনিধি দলে রাজনীতিবিদদের অন্তর্ভুক্তি দেশকে নতুন পর্যায়ে প্রবেশের সাথে সাথে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ধীরে ধীরে শাসনকার্যের দায়িত্ব হস্তান্তরে সরকারের পদক্ষেপের প্রতিফলন’।
‘এই অন্তর্ভুক্তি দেখায়, রাজনৈতিক নেতৃত্ব শাসন ব্যবস্থায় আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছেন’- বলেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্ট বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ বৈশ্বিক সহযোগিতা, অর্থনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে তার অগ্রাধিকারগুলো তুলে ধরবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে গত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলেও আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সংকট ঘিরে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের কার্যকর পরিকল্পনা উঠে আসে, সেজন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গত মাসে কক্সবাজারে অংশীদার সভাওে হয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে