একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফখরুল
ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।' তিনি অভিযোগ করেন, উগ্রবাদী শক্তি জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় নগরীর টাউন হল অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, '১৯৭১ সালে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি। একইভাবে আজও অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে পারবো।'
তিনি আরও বলেন, 'একটি ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শাসনের পর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই নতুন বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে। কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলা যাবে না—আমরা সবাই বাংলাদেশি।'
বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানের প্রণীত ৩১ দফাই দেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। এর মধ্যেই ‘রেইনবো বাংলাদেশ’ ধারণার কথা বলা হয়েছে, যেখানে সব জাতিগোষ্ঠীকে সমান মর্যাদায় স্থান দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।
এই সম্মেলনে দেশের ১৪টি জেলার সমতলের ৩৪টি জাতিগোষ্ঠীর আদিবাসী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে