Views Bangladesh Logo

নির্বাচন পেছানোর চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নানা দাবি তুলে সরকারকে ব্যস্ত রেখে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার দনরহাট বেগুনবাড়ি ইউনিয়নে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘বিএনপি প্রতিহিংসা নয়, ভালোবাসার মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করতে চায়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো আপস নেই। জনগণ ফেব্রুয়ারিতেই ভোট চায়।’

তিনি দাবি করেন, জনগণ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হলেও একটি প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করতে ষড়যন্ত্র করছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের মাঝেও বিএনপির নেতাকর্মীরা দৃঢ়ভাবে টিকে আছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে মিথ্যা মামলা দেয়া হলেও আমাদের একমাত্র লক্ষ্য ছিল ফ্যাসিবাদীদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ