Views Bangladesh Logo

নাটোরে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার চেষ্টাকালে নাজমুল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৩ আগষ্ট) রাত ১০টার দিকে সেনাবাহিনীর সহায়তায় গুরুদাসপুর পৌরসভার মডেল মসজিদের সামনে থেকে নাজমুল হোসেনকে আটক করেন এনএসআইয়ের কর্মকর্তারা। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

জানা গেছে, অভিযুক্ত নাজমুল গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈর গ্রামের বাসিন্দা। ঘুষ নেয়ার সময় তিনি নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন।

পুলিশ জানায়, তিনি স্থানীয় খাদ্য গুদাম কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে দাবি করেন যে অখাদ্য চাল কেনা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের (ডিসিসি) তদন্তে এটি নিশ্চিত হয়েছে। এমনকি তিনি ডিসিসি থেকে একটি জাল চিঠি পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। তবে নাজমুলের আচরণে সন্দেহ হলে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নাটোরের এনএসআই কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেন যে, এনএসআইয়ের সঙ্গে নাজমুলের কোনো সম্পর্ক নেই। এরপর কর্তৃপক্ষ তাকে ধরার জন্য পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক খাদ্য গুদামের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ঘুষ দেয়ার ভান করে নাজমুলের সঙ্গে দেখা করেন। নাজমুল টাকা নিতে আসলে হাতেনাতে ধরা পড়েন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, জুলহাস উদ্দিনের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে হাজির করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ