Views Bangladesh Logo

এনইআইআর-এর নামে ভুয়া সাইট, ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)-এর নাম ব্যবহার করে একটি ভুয়া ফিশিং ওয়েবসাইট চালু হয়েছে। আসল ঠিকানা neir.btrc.gov.bd হলেও, প্রতারণামূলক সাইটটির ইউআরএল neribtrc.com, যা সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফিশিং সাইট মূলত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং ডিভাইসে ম্যালওয়ার ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়। ভুয়া সাইটটিতে রেজিস্টার, লগইন এবং “চেক স্ট্যাটাস নাউ” অপশন রয়েছে। তবে এলোমেলো ১৫ সংখ্যার কোড বসালেও ব্যবহারকারীকে বিটিআরসির অফিসিয়াল পেইজে নিয়ে যায়; আর রেজিস্টার বা লগইনে ক্লিক করলে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে রিডাইরেক্ট করা হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল হক বারী জানিয়েছেন, এনইআইআর-এর নামে তৈরি একাধিক ফিশিং সাইটের সন্ধান মিলেছে এবং এগুলো বন্ধে কাজ চলছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবহারকারীদের তথ্য ফাঁসসহ ডিভাইস আক্রান্ত হওয়ার বড় ঝুঁকি রয়েছে। তাই যেকোনো লিঙ্কে ক্লিকের আগে ঠিকানা যাচাই করা এবং কেবল অফিসিয়াল সাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ