Views Bangladesh Logo

নির্বাচন সুষ্ঠু হলে আমাদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে: চবি উপাচার্য

 VB  Desk

ভিবি ডেস্ক

চাকসু শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই নির্বাচনের পরিবেশ তৈরি করেছে উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
এসব কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ ও নিয়মকানুন মেনে প্রচার প্রচারণা চালিয়েছে।

এ ছাড়াও নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান চবি উপাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা সকাল আটটা থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল নম্বর যাচাই–বাছাই করে একজন ভোটার একাধিক ভোট দিবে। এই জন্য সকাল নয়টায় ভোটাররা উপস্থিত থাকলেও ভোটগ্রহণ শুরু হয় সাড়ে নয়টায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। ছবি-সংযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার পর সপ্তম বারের মতো আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া, হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১৬ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ