দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে পারবো না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান সময়ে নির্বাচন কমিশনের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে পারবো না।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের সার্বিক পরিস্থিতি সবারই জানা। দেশকে একটি ভালো অবস্থানে রেখে যাওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব। জাতির এই ক্রান্তিলগ্নে নির্বাচন কমিশনের ওপর যে দায়িত্ব এসেছে, তা সুচারুভাবে সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে আমার ঘুম হারাম হয়ে যায়। আমার ক্ষমতা ততক্ষণই কার্যকর থাকবে, যতক্ষণ আপনারা দায়িত্ব পালন করবেন। আপনারা কাজ না করলে পুরো সিস্টেমই অকার্যকর হয়ে পড়বে।
তিনি আরও বলেন, সিস্টেম ঠিক রাখার দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদেরই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাইকে একসঙ্গে পালন করতে হবে। এজন্য সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম। তবে তা সম্ভব হবে কেবল আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন ও বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশন সর্বাত্মকভাবে পাশে থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে