Views Bangladesh Logo

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ প্রক্রিয়া: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়া শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।

শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, জুলাইয়ের ঘটনার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, কামাল এবং আওয়ামী লীগ নেতাদের একদিন আদালতের মুখোমুখি হতে হবে বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই বিচার মোকাবেলায় বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।

তিনি উল্লেখ করেন, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধ এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সেই সঙ্গে গণহত্যা ও গুমের মতো ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমেও আরও বেশি আলোচনায় আসবে।

প্রেস সচিব আরও বলেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক, দায় চিরদিন এড়ানো সম্ভব হবে না। তিনি জাতি হিসেবে দৃঢ় থাকলে জুলাইয়ের গণহত্যার শিকারদের এবং অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতে সমর্থ হবেন বলেও আশা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ