পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলি, চাঁদা দাবির অভিযোগ
রাজধানীর পল্লবীতে এক আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকার ‘এ কে বিল্ডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, কয়েক সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় ওইদিন বিকেলে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।
গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ কে বিল্ডার্স-এর চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, এর আগে আরও দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয় এবং সিসি ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী লুটে নেয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে