Views Bangladesh Logo

চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: আসিফ মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না এখনও কেউ প্রমাণ দিতে পেরেছেন যে, আমার কোনো সম্পৃক্ততা আছে। বরং যার সাক্ষাৎকার নেয়া হয়েছে, তা জোরপূর্বক নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা অত্যন্ত গুরুতর।

তিনি বলেন, এর সঙ্গে যে আমার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরকম অনেক কিছু ইতিমধ্যে দেখেছেন, আমরা সেগুলো রক্ষা করেছি। সামনেও হয়তো দেখবেন।

উপদেষ্টা জানান, তদন্ত চলায় এ বিষয়ে বেশি মন্তব্য করা উচিত নয়। তবে নাম সুনির্দিষ্টভাবে আসায় তিনি অবাক হয়েছেন।

আসিফ মাহমুদ বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম ছাত্র অধিকার পরিষদে থাকাকালীন, ২০২২ সালে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, আজকের তার স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছেন, অপুকে জোরপূর্বক গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যদি সত্যি হয়, তা অত্যন্ত শঙ্কাজনক।

উপদেষ্টা আরও বলেন, হোটেল ওয়েস্টিনের সামনে তিনি গিয়েছিলেন কিনা তা সুনিশ্চিত বলতে পারছেন না এবং সিসিটিভির ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে তার সঙ্গে মিলিয়ে দেখানো কতটুকু বিশ্বাসযোগ্য, তা বলা মুশকিল।

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ৩৫ মিনিটের ভিডিওতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

অপুর স্ত্রী জানিয়েছেন, জুলাইয়ের ৩১ তারিখ রাত সাড়ে ১১টার পর থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত অপুকে বন্দি করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ভিডিও-ছবিগুলো সবই ইশরাক হোসেনের বাসায় ধারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ