মাগুরায় সাবেক এসপি-ইউএনও ও পুলিশের বিরুদ্ধে মামলা
মাগুরায় বেআইনি গ্রেপ্তার, পুলিশি নির্যাতন ও দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল রুমান।
গত ৩০ জুন মামলাটি দায়ের করেন ফয়সাল। তার অভিযোগ, ২০১৮ সালের ১৮ আগস্ট মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর তাকে ১৬৮ দিন ধরে বিনা বিচারে আটক রাখা হয়।
ফয়সাল জানান, তৎকালীন ইউএনও আবু সুফিয়ানের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি ফেসবুকে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেছেন। গ্রেপ্তারের পর নির্যাতনের ফলে তার মেরুদণ্ড ও কশেরুকায় গুরুতর ক্ষতি হয়।
মামলায় আসামিরা হলেন, সাবেক এসপি খান মো. রেজওয়ান, ইউএনও আবু সুফিয়ান, ওসি মো. সিরাজুল ইসলাম, দুই সাব-ইন্সপেক্টর, এক কনস্টেবল এবং তিনজন স্থানীয় রাজনৈতিক কর্মী।
বিষয়টি আমলে নিয়ে মাগুরা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলার তদন্তভার সিআইডিকে দিয়েছেন।
ফয়সালের আইনজীবীর দাবি, পুলিশি নির্যাতনে ফয়সাল এখন স্থায়ীভাবে পঙ্গু। তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে