Views Bangladesh Logo

সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বিরুদ্ধে হত্যা মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজছাত্র জামসেদুর রহমান মিয়াজি জুয়েলের মৃত্যুর প্রায় ১১ মাস পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ।

নিহতের চাচা মো. আইয়ুব মিয়াজি বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, নিহত জামসেদ কুমিল্লা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্ট তিনি চৌদ্দগ্রামে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওইদিন সরকার পতনের গুজবে উজ্জীবিত হয়ে এলাকাজুড়ে বিজয় মিছিল বের হয়।


চৌদ্দগ্রাম বাজারে মিছিল চলাকালে মুজিবুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা হামলা চালায়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে জামসেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, পৌর ছাত্রলীগ সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, যুবলীগ নেতা মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, আলমগীর মেম্বার, সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, ফখরুল ইসলাম মেহেরাজ, পারভেজ, কাজী মাছুম বিল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এজাহারে বলা হয়, ঘটনার পর থেকেই মুজিবুল হক আত্মগোপনে রয়েছেন। তিনি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ‘মামলার অভিযোগে সাবেক এমপি মুজিবুল হকের নেতৃত্বে হামলার বিষয়টি উল্লেখ রয়েছে। মামলাটি তদন্তাধীন এবং অধিকাংশ অভিযুক্তই আত্মগোপনে আছেন।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ