Views Bangladesh Logo

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এ  কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার ( ৫ অক্টোবর)। গত বছরের এই দিনে তার মৃত্যু হয়।

ডা. বি. চৌধুরী নামে পরিচিত এই রাজনীতিবিদ ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪–৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন তিনি এবং দলের প্রথম মহাসচিব হন।

মুন্সীগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন ডা. বি. চৌধুরী। তিনি দুইবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পান তিনি।

২০০১ সালে বাংলাদেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বি. চৌধুরী। তবে বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালে পদত্যাগ করেন তিনি।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিকল্প ধারা বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ