Views Bangladesh Logo

সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৫.৬৬ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, এ মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৬ শতাংশ কম।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে নিটওয়্যার খাত থেকে আয় হয়েছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কম। অপরদিকে, ওভেন পোশাক খাত থেকে আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২১ বিলিয়ন ডলার, যা ৫ দশমিক ৫৪ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে তিন মাসের সামগ্রিক চিত্রে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক—জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৯ শতাংশ বেশি।

এই সময়ে নিটওয়্যার খাত থেকে রপ্তানি আয় বেড়ে হয়েছে ৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৪ দশমিক ৩১ শতাংশ। ওভেন খাতেও আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা ৫ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ