হবিগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, পুড়ল ১১ যানবাহন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী বাসসহ ১১টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্টেশনের কর্মী ও ম্যানেজারসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত আউশকান্দি সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। এতে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাসসহ পুরো স্টেশন পুড়ে যায়।
সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা তিনতলার কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন লাগার চিৎকার শুনে দৌড়ে নামতে না পেরে তিনতলা থেকে লাফ দেই। বাসে গ্যাস ভরার সময়ই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আমাদের ৬ জন আহত হয়েছে।”
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একটি বাস, ১০টি সিএনজি অটোরিকশা এবং পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে