Views Bangladesh Logo

হবিগঞ্জে বৈছা আন্দোলনের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৬ জুলাই) রাত ৯টার দিকে শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান সদর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন। বর্তমানে সাকিব থানায় রয়েছেন; তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চার নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি। গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে মাহদী ও সঙ্গীরা হামলার শিকার হন এবং গুরুতর আহত হন।


মাহদী সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন; সে মামলায় সাকিবের দুই সহযোগী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এর আগে ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার’ অভিযোগে সংগঠন থেকে সাকিবকে বহিষ্কার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ