পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যদি ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে সেই সিদ্ধান্তের পক্ষে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে ‘ন্যায্য ও শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন তিনি।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুগুলো থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি।
এরই মধ্যে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে টুর্নামেন্ট বয়কটের পক্ষে মত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
তবে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তিনি সেটির পূর্ণ সমর্থন দেবেন।
টেলিকম এশিয়া স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষেই থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে অবগত। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিতেই অটল থাকা উচিত।
আইসিসির ভূমিকারও কঠোর সমালোচনা করেন শেঠি। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্য দেশগুলোর এখন একজোট হয়ে দাঁড়ানো দরকার। একবার সেটা হলে আইসিসি বুঝতে পারবে—এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, বিসিবির যুক্তি যথেষ্ট শক্ত ছিল।
সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় ছিল, যা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল। কিন্তু আইসিসি সেটিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাতের কারণেই এই সিদ্ধান্ত এসেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে