Views Bangladesh Logo

জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দেবেন প্রবাসীরা: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নিশ্চিত করেছেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা আসন্ন জাতীয় নির্বাচনে ডাকযোগে তাদের ভোট দিতে পারবেন। বিদেশে ভোটদানের সুবিধার্থে নির্বাচন কমিশন ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপ তৈরি করছে বলেও জানান তিনি।

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসীদের স্মার্ট পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন সিইসি। প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি নির্বাচনী প্রক্রিয়ায় বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করার পদক্ষেপ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, কানাডায় সরকারি সফরে যাওয়া সিইসি এ এম এম নাসির উদ্দিন দেশের নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং আসন্ন সংসদ নির্বাচনে ডাক ব্যালটে ভোট দেয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।

সভায় ছিলেন ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও অন্য পেশাজীবীসহ ১০০ জনেরও বেশি প্রবাসী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারা।

প্রবাসীদের ভোটদানে উদ্বুদ্ধকরণে এই  সভায় সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. ফারুক হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ