Views Bangladesh Logo

৬০ দিনের বেশি থাকলে প্রবাসীদের মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রবাসীরা বাংলাদেশে আসার পর ৬০ দিনের মধ্যে মোবাইল ফোন নিবন্ধন ছাড়া ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক হবে। বুধবার একটি বিজ্ঞপ্তিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধভাবে আমদানি করা ফোনের আমদানি শুল্ক হ্রাসের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া সভায় জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিকম বিভাগ এবং বিটিআরসি অংশ নিয়েছে। সভা অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর সচিবালয়ে এবং সভাপতিত্ব করেন চীফ অ্যাডভাইজারের পক্ষে বিশেষ সহকারী ফাইজ আহমদ তৈয়ব।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা ৬০ দিনের মধ্যে নিবন্ধন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে নিবন্ধন বাধ্যতামূলক। বিএমইটি নিবন্ধন কার্ডধারী প্রবাসীরা সর্বাধিক তিনটি ফোন আনতে পারবেন, যার মধ্যে একটি ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং দুটি নতুন ফোন। চতুর্থ ফোন আনলে শুল্ক দিতে হবে। বিএমইটি কার্ড না থাকলে একজন প্রবাসী ব্যক্তিগত ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন, তবে বৈধ ক্রয় সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে যাতে চোরাচালান রোধ করা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হবে, যা ফোনের দাম কমাবে। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। এছাড়া বাংলাদেশের ১৩–১৪টি কারখানায় উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাটও হ্রাস করতে হবে, যাতে বিদেশি বিনিয়োগ রক্ষা করা যায়।

নাগরিকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের অজান্তে কোনো সিম নিবন্ধিত না হয়, যাতে সাইবার ক্রাইম, অনলাইন জালিয়াতি, মোবাইল ব্যাংকিং অপরাধ ও অন্যান্য অপরাধ এড়ানো যায়। ক্লোন ফোন, চুরি হওয়া ফোন এবং রিফার্বিশড আমদানি নিষিদ্ধ করা হবে। ১৬ ডিসেম্বরের আগে অবৈধভাবে আমদানি হওয়া ফোন, যাদের বৈধ আইএমআই আছে, তারা কম শুল্কে বৈধকরণ করতে পারবেন, এজন্য আইএমআই তালিকা বিটিআরসিতে জমা দিতে হবে। তবে ক্লোন বা রিফার্বিশড ফোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

১৬ ডিসেম্বরের আগে সক্রিয় থাকা ফোন ব্লক করা হবে না। নাগরিকদের গুজবে কান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এনইআইআর সিস্টেম ১৬ ডিসেম্বর থেকে চালু হবে। বৈধ আইএমআই ছাড়া কোনো ফোন কেনা যাবে না এবং অবৈধ, চোরাচালান বা ক্লোন ফোন ব্লক করা হবে। পুরনো বিদেশি ফোন, যা কেসিং পরিবর্তনের মাধ্যমে ঢাকানো হয়েছে, তা বন্ধ করা হবে। বিমানবন্দর ও স্থলবন্দর, বিশেষ করে ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটে কাস্টমস নজরদারি জোরদার করা হবে।

টেলিকম অধ্যাদেশ ২০২৫ খসড়া ই-কেওয়াইসি এবং আইএমআই নিবন্ধন ডেটা সুরক্ষার অধিকার রাখে এবং লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি থাকবে। সরকার জনগণকে ভিত্তিহীন গুজবে বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ