আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বাদ হচ্ছে ইভিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এবার প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই ভোট দিতে পারবেন। তবে পদ্ধতি হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এজন্য একটি প্রকল্প হাতে নেয়াহয়েছে এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ৪৮ কোটি টাকা। ভোটারপ্রতি গড়ে ব্যয় ধরা হয়েছে ৭০০ টাকা।”
তিনি জানান, প্রবাসীদের ভোট দেয়ারসুবিধার্থেআইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি বাস্তবায়নের জন্য প্রকল্পটি গ্রহণ করা হবে।
এ সময় জাতীয় ও স্থানীয়—কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। “ইভিএম ব্যবহারে রাজনৈতিক ঐকমত্য না থাকায় এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়াহয়েছে,” বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ জানান, কোনো নির্বাচনি আসনে ব্যাপক অনিয়ম হলে সেই আসনের পুরো নির্বাচন বাতিল করার ক্ষমতা পুনরায় পাওয়ার জন্য কমিশন আবেদন করেছে। বর্তমানে কমিশনের কাছে শুধুমাত্র কেন্দ্রভিত্তিক ভোট বাতিলের ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসিরসিনিয়র সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে