১৮ নভেম্বর প্রকাশ পাবে প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা: ইসি
আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, 'প্রবাসী ভোটার অ্যাপ চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। একই দিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।'
ব্রিফিংয়ে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের অনশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, 'নিবন্ধন কিছু শর্তের কারণে মঞ্জুর হয়নি। এ বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে। অনশন না করে আইনগত পথে আসা উচিত।'
তিনি আরও জানান, আচরণবিধিমালার গেজেট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে এ কার্যক্রম শুরু হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে