ছাগল-কাণ্ডের মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে
দুর্নীতির মামলায় আলোচিত ছাগল-কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয় এবং বেলা ২টা ৩৫ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।
শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের আবেদন সমর্থন করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে