Views Bangladesh Logo

খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি সোলাইমান সেলিম

রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালতে এই রিমান্ড আদেশ দেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতওয়ালী জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলেও, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটররা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

বিচারক শুনানি শেষে সাবেক এমপির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থী নিহত হন। নিহতের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৩ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। পরবর্তীতে রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৭ নভেম্বর আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ৭ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ