Views Bangladesh Logo

দুর্নীতির মামলায় দীপু মনি শ্যো’ন অ্যারেস্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যো’ন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটিতে তার বিরুদ্ধে ২৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচ কোটি ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মোট ৫৯ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জুলাই গণআন্দোলনের কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ডা. দীপু মনিকে বুধবার (১৬ জুলাই) হাজির করে দুর্নীতির মামলাটিতে গ্রেপ্তার দেখানোর অনুমতি চায় পুলিশ। শুনানি শেষ আবেদনটি মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম মিয়ার আদালত। পরে তাকে ফের কারাগারে পাঠানো হয় বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

বিভিন্ন থানায় হওয়া কয়েকটি হত্যা মামলার আসামি ডা. দীপু মনিকে গত বছরের ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ