সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকার ২৬টি বিও হিসাব অবরুদ্ধ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা মূল্যমানের ২৬টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এ আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ নগদায়ন করে অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন।
আবেদনে দুদক আরও জানায়, এসব বিও হিসাব নগদায়ন বা অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিও হিসাবসমূহ অবরুদ্ধ করা জরুরি।
এর আগে, গত ১৭ জুন যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর পাচারের মাধ্যমে অর্জিত মোট ১ হাজার ৬০ কোটি টাকার সম্পদ জব্দ করে দেশটির সরকার। এছাড়া, গত ৫ মার্চ তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। ওই হিসাবগুলোতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা ছিল।
এছাড়াও গত বছরের ১৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন একই আদালত। এসব সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে