Views Bangladesh Logo

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে তাকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন।

রাষ্ট্রপক্ষে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযোগ অনুযায়ী, তাকে চোখ বেঁধে মারধর করা হয় এবং ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। এরপর তার কাছে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে দাবি করে ভ্রাম্যমাণ আদালত কয়েক ঘণ্টার মধ্যে তাকে এক বছরের কারাদণ্ড দেয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কারামুক্ত হয়ে আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। সেই মামলাতেই প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হন তৎকালীন ডিসি সুলতানা পারভীন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান।

ঘটনার পর তাকে জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয় এবং পরবর্তীতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি অস্থায়ী জামিন পেলেও মঙ্গলবার স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ