Views Bangladesh Logo

জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

এদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর তিন সদস্যের প্যানেল মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন।

এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বছরখানেক ধরে কারাগারে থাকা মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় প্রসিকিউশন তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে। অপরদিকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে গত ২৩ অক্টোবর সমাপনী যুক্তিতর্ক শেষ হয়। সেদিন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সর্বোচ্চ সাজা দাবি করেন। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ