Views Bangladesh Logo

আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবসে রাশিয়ান হাউসে প্রদর্শনী

ন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবসে বিভিন্ন প্রদর্শনী করেছে ঢাকার রাশিয়ান হাউস। সাংবাদিকতার ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ে প্রাণ হারানো সংবাদকর্মীদের স্মরণ ও সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এসব প্রদর্শনীতে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের আয়োজনে ছিল দুটি বিশেষ প্রদর্শনী। প্রথমটি ‘সত্যের জন্য নিহতরা’ শীর্ষক স্মারক প্রদর্শনীতে সাংবাদিকতা করতে গিয়ে প্রাণ হারানোদের স্মৃতি তুলে ধরা হয়। অন্যটি ছিল যুদ্ধ সংবাদদাতা আন্দ্রেই স্টেনিনের আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়ার এই সাহসী সংবাদকর্মীর ক্যামেরাবন্দি মুহূর্তগুলো যুদ্ধক্ষেত্রের নির্মমতার পাশাপাশি মানবিকতার নানা দিকও ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার নতুন সুযোগ ঘোষণা করেন রাশিয়ান হাউসের প্রতিনিধিরা। দেশটির সরকারের বৃত্তি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তারা। তাদের কাছ থেকে আবেদন পদ্ধতি ও রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জেনে নেন শিক্ষার্থীরা।

আয়োজনে দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। প্রথমটি ‘বেসলান ২০০৪–২০২৪’- এ ২০০৪ সালের বেসলান ট্র্যাজেডি ও তার পরবর্তী দুই দশকের প্রতিফলন চিত্রিত হয়েছে। অন্যটি ‘রাশিয়াভীতি: ঘৃণার ইতিহাস’ -এ তুলে ধরা হয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে রাশিয়ার প্রতি গড়ে ওঠা নেতিবাচক মনোভাবের বিশ্লেষণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ