Views Bangladesh Logo

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলশান থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলশান থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গুলশান থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা মামলায় তিনি সন্দেহভাজন আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত হাজেরা খাতুন নার্গিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে গুলশান থানা পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ