রাজশাহীতে সাবেক এসআই ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
রাজশাহীতে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার রাতে ভদ্রা হজের মোড় এলাকার তার ভাড়া বাসা থেকে তাকে ধরে নিয়ে এই মারধর করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১৯ সালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এছাড়া, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগের জেরে গত বছর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানিয়েছেন, ডিবি হাসানকে বর্তমানে বোয়ালিয়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে