Views Bangladesh Logo

সিলেটে মধ্যরাতে সিপিবি নেতা গ্রেপ্তার

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, ‘রাত ১২টার দিকে হঠাৎ পুলিশ এসে সুমনকে নিয়ে গেছে। পরিবারকেও কিছু জানানো হয়নি।’

অ্যাডভোকেট সুমন সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে সক্রিয় ছিলেন। গত মঙ্গলবার নগরে ১১ দফা দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দেন তিনি। আন্দোলনের একপর্যায়ে তিনি ও অন্যান্য নেতারা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি আদায়ের জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করেন।

তবে শুক্রবার মধ্যরাতেই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অটোরিকশাচালকদের আন্দোলনের নামে ‘দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা’ চলছে। সংঘাতের আশঙ্কায় শনিবার ও রোববারের কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযানে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ