Views Bangladesh Logo

যুবদলকর্মী আহাদ হত্যা মামলায় জামিন পেলেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই গণআন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বি এম খায়রুল হকের জামিনের আবেদন জানান তার আইনজীবী মোনায়েম নবী শাহিন। শুনানি শেষে তা নাকচ করে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত।

মামলায় অভিযোগ করা হয়, যাত্রাবাড়ী এলাকায় রাজনৈতিক বিক্ষোভে অংশ নেয়া আব্দুল কাইয়ুম আহাদকে গত বছরের ১৮ জুলাই গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এ বছরের ৬ জুলাই শেখ হাসিনাসহ ৪৬৭ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি করেন নিহতের বাবা আলাউদ্দিন। গ্রেপ্তারের পর থেকে মামলাটির পরবর্তী তদন্তের জন্য পুলিশি হেফাজতে রয়েছেন বিচারপতি খায়রুল হক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, ৮১ বছর বয়সী এ বি এম খায়রুল হক গত বছরের আগস্ট থেকে ২৪ ঘণ্টা পুলিশ নজরদারিতে ছিলেন। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে ঘটনার দিন গত বছরের ১৮ জুলাই সার্বক্ষণিক পুলিশি সুরক্ষায় বাড়িতেই ছিলেন। তিনি আরও দাবি করেন, বিলম্বের স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই প্রায় এক বছর পরে ৬ জুলাই মামলাটি করা হয়েছে।

আসামিপক্ষ বিচারপতি খায়রুলের বয়স, স্বাস্থ্যগত অবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতার কথাও উল্লেখ করলেও জামিন দেননি আদালত।

বিচারপতি এ বি এম খায়রুল হককে ২৪ জুলাই ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এবং সেই রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে ‘অবৈধ ও জাল’ রায় দেয়া এবং শাহবাগ থানার দুর্নীতি ও বিচারিক কর্তৃত্বের অপব্যবহারসহ ‘জাল-জালিয়াতির’ রায় দেয়ার অন্য দুটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শেষের মামলাটিতে তাকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ